Narration for S.SC and H.S.C
Narration: First Part Narration =উক্তি = সারাদিন আমরা যে কথা বলি , তাই হলো Narration. প্রথমে আমাদের জেনে রাখা দরকার যে , Narration এ কি কি থাকে ? উত্তর হলেঃ ১। Narration এ একজন বলে ২ । আর একজন উত্তর দেয় বা প্রশ্ন করে বা স্বাভাবিক কথা বলে ৩। বাক্যের ধরন সুতরাং এবার Narration থেকে বের করা যাকঃ কে বলে ? কাকে বলে ? এবং বাক্যের ধরন। তবে তার আগে নিচের ছকটি পড়ে নিলে ভালো হয়। কিসের ছক ? এই ছক শিখে নিলেই বাস , নেরেশন শেখা ok. আর একটি কথা কিছু উদাহরণ বা Example ব্যাখাসহকারে পড়ে নিলে আরও কিছুটা Skill বাড়বে। Do থাকলে Did হবে can থাকলে Could হবে Does থাকলে Did হবে Shall থাকলে should হবে Di...